ফেসবুকের মুনাফা বেড়েছে ৪১ শতাংশ

৩১ অক্টোবর, ২০১৯ ১৮:৫৭  
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অনলাইন সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুকের আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি। ফলে শেয়ার প্রতি দাম বেড়েছে ২দশমিক ১২ ডলার। দৈনিক ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ২ শতাংশ। সব মিলিয়ে মুনাফা বেড়েছে ৪১ শতাংশ। আর নিট আয় করেছে ৬ কোটি ৯১ লাখ ডলার। এইসময়ে গ্রাহকদের কাছ থেকে মোট ১৭শ’ ৬৫ কোটি ডলার আয় করেছে ফেসবুক । গত বছরের একই প্রান্তিকের তুলনায় এই আয় বেড়েছে ২৯ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ৮৪ কোটি ৮৭ লাখ ডলার আয় করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে। আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপ থেকে আয় করেছে ৪১ কোটি ২৪ লাখ ডলার, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আয় করেছে ৩২ কোটি ৬৭ লাখ ডলার এবং বাকি বিশ্ব থেকে আয় করেছে মাত্র ১৭ কোটি ৭৪ লাখ ডলার। অপরদিকে তৃতীয় প্রান্তিকে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা ছিলো ২৪১ কোটি। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে বিজ্ঞাপন থেকেই সবচেয়ে বেশি আয় করেছে ফেসবুক। এরমধ্যে ৩৩ কোটি ৮৬ লাখ ডলার হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রতি ব্যবহারকারী থেকে গড়ে ৬৯ লাখ ডলার আয় করেছে। এশিয়া থেকে এই আয়ের পরিমাণ ছিলো ২ লাখ ডলার।